Ajker Patrika

রাজবাড়ীতে আ. লীগ নেতাকে গুলি করে হত‍্যা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১১: ৪৩
রাজবাড়ীতে আ. লীগ নেতাকে গুলি করে হত‍্যা

রাজবাড়ীর বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত‍্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বানীবহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় বাড়ি থেকে তিন শ গজ দূরে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে। পরে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তাঁকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন‍্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। 

মোহাম্মদ আলী নামে এক স্থানীয় জানায়, রাত ১২টার দিকে পাঁচটি গুলির শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেড় হয়ে দেখি চেয়ারম্যান লতিফ মাটিতে পড়ে রয়েছে। তারা স্থানীয়রা কয়েকজন মিলে দ্রুত হাসপাতালে 

আরেক স্থানীয় কাদের জানায়, গুলির শব্দ শোনার পর ঘর থেকে বেড় হই। তাৎক্ষণিক রাস্তায় বেড় হয়ে চেয়ারম্যানকে আমি সহ আমার দুই ছেলে উদ্ধার করি। চেয়ারম্যানের কোনো  সারা শব্দ না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করি। পরে আরও পাঁচ সাতজন আসলে চেয়ারম্যানকে হাসপাতালে পাঠাই। 

বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়া

ইউপি সদস‍্য লতা জানায়, ২০০১ সালে তিনি বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে তাঁর নির্বাচনে অংশ গ্রহণের কথা ছিল । প্রতিপক্ষ তাঁকে হত্যা করতে পারে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত