Ajker Patrika

‘শিক্ষকেরা কর্মকর্তা হতে চাইলে পদ ছেড়ে আসুক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘শিক্ষকেরা কর্মকর্তা হতে চাইলে পদ ছেড়ে আসুক’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মকর্তা হতে চাইলে তাঁদের শিক্ষকতার পদ ছেড়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন (বিএবিএফ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাউন্সিল সভা ও দ্বিবার্ষিক নির্বাচন (২০২৩-২০২৪)–এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান সংগঠনের নেতারা। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নতি সংক্রান্ত ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা-২০২২ প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়। 

এসব দাবির মধ্যে রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করা ও পদোন্নতির যোগ্যতা শিথিল করা, গ্রেডের উন্নয়ন করা, শর্ত পূরণের পরদিন হতে পদোন্নতি কার্যকর করা, কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীত করা, সকল দপ্তর প্রধানসহ নন টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ বাধ্যতামূলক করা, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নতি সংক্রান্ত কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা, শিক্ষা ছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরিকাল গণনা সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখ করা, পদায়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ করার সুযোগ রাখা, কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিল করা, রেজিস্ট্রার, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ানসহ সকল পদের জন্য অগ্রাধিকার অনুযায়ী সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে উদ্ভূত জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে পুনরায় আলোচনা সভা আয়োজন এবং খসড়া প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। 

সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মো. মোর্শেদুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম হিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত