Ajker Patrika

ফারইস্ট ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১: ০০
ফারইস্ট ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া কোম্পানিটির সাবেক পরিচালক ও শিল্পপতি এম এ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেককে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ শুনানি শেষে এই আদেশ দেন। দুপুরে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।

শাহবাগ থানার পুলিশের উপপরিদর্শক ও আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির বলেন, নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। অন্য দুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ মাসে শাহবাগ থানায় মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত