Ajker Patrika

সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১: ৩৯
সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

সকাল ৮টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের এক কিলোমিটার এলাকায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শীতে ভোগান্তিতে রয়েছেন আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক আবদুল্লাহ বলেন, ‘২০ মিনিট আগে ঘাটে এলেই হয়তো সারা রাত বসে থাকতে হতো না। শীতে তো কষ্ট হয়েছেই। এখন কী করার আছে! কুয়াশায় কিছু দেখা না গেলে ফেরি চলবে কীভাবে?’

রাবেয়া পরিবহনের যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোরে যখন বাসে উঠি, তখন দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। সকালে ঘাটে এসে জানি ফেরি বন্ধ। দুই ঘণ্টা বসে আছি।’

ঘন কুয়াশার কারণে গত রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকেআরেক যাত্রী কাকলি ইসলাম বলেন, ‘শীতে অধিকাংশ রাতেই কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চলাচল বন্ধ থাকলে আমাদের কষ্ট হয়। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় একটা সেতু দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভেড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত