হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও মুদ্রা পাচার প্রতিরোধে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করেছে ঢাকা কাস্টম হাউস। বোর্ডিং ব্রিজ এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদ্রা পাচার ঠেকাতে কাজ করবে এ বিশেষ ইউনিট।
১৫ অক্টোবর কাস্টম হাউস ঢাকা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। যা পরদিন ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়।
একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে চার শিফটে মোট ১২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়ে ইউনিটটি কাজ করছে। তাঁরা হলেন মোহাম্মদ জাফর, মো. তৌহিদুজ্জামান, জান্নাতুল মাওয়া, মো. সোহেল, মো. সানোয়ার হোসেন, জুয়েল চক্রবর্তী, আল আমিন রিয়ন, নাজমুল বাসার, নাজমুল হোসেন, সারোয়ার কবির, এ কে এম আনিসুর রহমান ও খাদেমুল ইসলাম। এই ১২ জন কর্মকর্তা এ, বি, সি এবং ডি শিফটে দায়িত্ব পালন করছেন।
আদেশ অনুযায়ী, প্রতিটি শিফটের সদস্যদের ফ্লাইট রামেজিং, বোর্ডিং ব্রিজ এলাকায় টহল এবং নিরাপত্তা পরীক্ষা পরিচালনা, প্রস্থান স্ক্যানিং তত্ত্বাবধান এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনিটপ্রধান ও ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন, ‘বিশেষায়িত ইউনিটটির প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিক লক্ষ্য চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধ করা। ইউনিটের সদস্যরা এরই মধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও মুদ্রা পাচার প্রতিরোধে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করেছে ঢাকা কাস্টম হাউস। বোর্ডিং ব্রিজ এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদ্রা পাচার ঠেকাতে কাজ করবে এ বিশেষ ইউনিট।
১৫ অক্টোবর কাস্টম হাউস ঢাকা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। যা পরদিন ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়।
একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে চার শিফটে মোট ১২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়ে ইউনিটটি কাজ করছে। তাঁরা হলেন মোহাম্মদ জাফর, মো. তৌহিদুজ্জামান, জান্নাতুল মাওয়া, মো. সোহেল, মো. সানোয়ার হোসেন, জুয়েল চক্রবর্তী, আল আমিন রিয়ন, নাজমুল বাসার, নাজমুল হোসেন, সারোয়ার কবির, এ কে এম আনিসুর রহমান ও খাদেমুল ইসলাম। এই ১২ জন কর্মকর্তা এ, বি, সি এবং ডি শিফটে দায়িত্ব পালন করছেন।
আদেশ অনুযায়ী, প্রতিটি শিফটের সদস্যদের ফ্লাইট রামেজিং, বোর্ডিং ব্রিজ এলাকায় টহল এবং নিরাপত্তা পরীক্ষা পরিচালনা, প্রস্থান স্ক্যানিং তত্ত্বাবধান এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনিটপ্রধান ও ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন, ‘বিশেষায়িত ইউনিটটির প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিক লক্ষ্য চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধ করা। ইউনিটের সদস্যরা এরই মধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।’
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১৯ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩৩ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে