নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিনের সংঘর্ষের পর ছাত্র-ব্যবসায়ী দুই পক্ষই রাস্তা ছেড়ে গেলেও এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ও নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ ও নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে।
এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও এই রাস্তায় বাস একেবারেই চলছে না।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট আছি। আশা করব ব্যবসায়ী, শিক্ষার্থীরাও পেশাদার ও সহনশীল আচরণ করবেন।’
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।
এই সম্পর্কিত পড়ুন:
দুই দিনের সংঘর্ষের পর ছাত্র-ব্যবসায়ী দুই পক্ষই রাস্তা ছেড়ে গেলেও এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ও নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ ও নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে।
এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও এই রাস্তায় বাস একেবারেই চলছে না।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট আছি। আশা করব ব্যবসায়ী, শিক্ষার্থীরাও পেশাদার ও সহনশীল আচরণ করবেন।’
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।
এই সম্পর্কিত পড়ুন:
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
১ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৪ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৮ মিনিট আগে