Ajker Patrika

কোটালীপাড়ায় চাকরি পেলেন ৪৩ ভিক্ষুক

প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ৪৭
কোটালীপাড়ায় চাকরি পেলেন ৪৩ ভিক্ষুক

কোটালীপাড়া (গোপালগঞ্জ): চাকরি পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৪৩ ভিক্ষুক। তারা উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে নির্মিত প্যাকেজিং কারখানায় কাজ করবেন। গতকাল শনিবার জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এর আগে তিনি ফিতা কেটে 'অবলম্বন' নামের এ কারখানা উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র হস্তান্তর করছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।জানা গেছে, গত ডিসেম্বর থেকে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে সরকারি অর্থায়নে এ প্যাকেজিং কারখানার নির্মাণকাজ শুরু হয়। চলতি মাসের শুরুর দিকে নির্মাণ শেষ হয়। ৪৩ জন ভিক্ষুক এখন থেকে এই কারখানাতে কাজ করবেন। ভিক্ষার হাত হয়ে উঠবে কর্মজীবীর হাত।

নিয়োগপত্র হস্তান্তরের আগে ফিতা কেটে কারখানা উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের ৪৩ জন ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত রয়েছে। বিভিন্ন সময়ে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তাদের এ পেশা থেকে নিবৃত করা যায়নি। তাদের কর্মসংস্থানের জন্য সরকারি অর্থায়নে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌরখুলী গ্রামে প্যাকেজিং কারখানা নির্মাণ করা হয়েছে। এখন তারা এখানে কাজ করবেন।

ভিক্ষার হাত এবার কর্মজীবীর হাতে পরিণত হবে বলে সবার আশা।জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ভিক্ষা নয়, কর্মময় হবে ৪৩ জন ভিক্ষুকের জীবন। এরা এখন কাজ করে সংসার চালাতে পারবেন। এ ধরনের উদ্যোগ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত সমৃদ্ধ হবে। এ ক্ষুদ্র উদ্যোগটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে দেশকে ভিক্ষুকমুক্ত করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত