নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার সংস্কারকাজ করার সময় রোলারের ধাক্কায় ধসে পড়ে একটি স্কুলের দেয়াল। এ সময় দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা আলিফ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটে।
নিহত আলিফ নীলফামারী জেলার ডোকরবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে এই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। একই ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়ায় তাদের নাম সংগ্রহ করা যায়নি।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, স্কুলের সামনের সড়কে রোলার কাজ করছিল। এ সময় স্কুলের ছাত্ররা গেটের পাশে দাঁড়িয়ে রোলারের কাজ দেখছিল। হঠাৎ করেই রোলারটি স্কুলের দেয়ালে আঘাত করে। ভয়ে দাঁড়িয়ে থাকা ছাত্ররা দ্রুত সরে আসতে গিয়ে দেয়ালচাপা পরে আলিফ। ইটের আঘাতে আহত হয় আরও কয়েকজন ছাত্র।
নিহতের বাবা নিলু মিয়া বলেন, ‘দেয়াল ধসে পড়ার পরে দ্রুত স্কুলের শিক্ষক ও এলাকাবাসী আলিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।’
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়ে পরিদর্শন করেছি। নিহতের পরিবার এখনো অভিযোগ দেয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির জন্য এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার সংস্কারকাজ করার সময় রোলারের ধাক্কায় ধসে পড়ে একটি স্কুলের দেয়াল। এ সময় দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা আলিফ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটে।
নিহত আলিফ নীলফামারী জেলার ডোকরবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে এই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। একই ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়ায় তাদের নাম সংগ্রহ করা যায়নি।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, স্কুলের সামনের সড়কে রোলার কাজ করছিল। এ সময় স্কুলের ছাত্ররা গেটের পাশে দাঁড়িয়ে রোলারের কাজ দেখছিল। হঠাৎ করেই রোলারটি স্কুলের দেয়ালে আঘাত করে। ভয়ে দাঁড়িয়ে থাকা ছাত্ররা দ্রুত সরে আসতে গিয়ে দেয়ালচাপা পরে আলিফ। ইটের আঘাতে আহত হয় আরও কয়েকজন ছাত্র।
নিহতের বাবা নিলু মিয়া বলেন, ‘দেয়াল ধসে পড়ার পরে দ্রুত স্কুলের শিক্ষক ও এলাকাবাসী আলিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।’
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়ে পরিদর্শন করেছি। নিহতের পরিবার এখনো অভিযোগ দেয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির জন্য এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৩ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৫ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১০ মিনিট আগে