Ajker Patrika

রোলারের ধাক্কায় দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রোলারের ধাক্কায় দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু, আহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার সংস্কারকাজ করার সময় রোলারের ধাক্কায় ধসে পড়ে একটি স্কুলের দেয়াল। এ সময় দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা আলিফ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও চারজন।   

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটে। 

নিহত আলিফ নীলফামারী জেলার ডোকরবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে এই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। একই ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়ায় তাদের নাম সংগ্রহ করা যায়নি।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, স্কুলের সামনের সড়কে রোলার কাজ করছিল। এ সময় স্কুলের ছাত্ররা গেটের পাশে দাঁড়িয়ে রোলারের কাজ দেখছিল। হঠাৎ করেই রোলারটি স্কুলের দেয়ালে আঘাত করে। ভয়ে দাঁড়িয়ে থাকা ছাত্ররা দ্রুত সরে আসতে গিয়ে দেয়ালচাপা পরে আলিফ। ইটের আঘাতে আহত হয় আরও কয়েকজন ছাত্র। 

নিহতের বাবা নিলু মিয়া বলেন, ‘দেয়াল ধসে পড়ার পরে দ্রুত স্কুলের শিক্ষক ও এলাকাবাসী আলিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।’

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়ে পরিদর্শন করেছি। নিহতের পরিবার এখনো অভিযোগ দেয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির জন্য এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত