মাদারীপুর প্রতিনিধি
ছেলের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে। তাই রিকশাচালক বাবা অনেক কষ্ট করে ছেলেকে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করান। ইঞ্জিনিয়ার হয়ে বাবাকে একটু শান্তি দেবেন। এই স্বপ্ন নিয়ে এগোতে থাকলেও কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিতে হলো ছেলে ইসমাইল হোসেন রাব্বিকে।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের রিকশাচালক মিরাজ তালুকদার ও পারভীন বেগমের ছেলে ইসমাইল হোসেন রাব্বি (২১)। দুই বোন ও ভাই একাই ছিলেন রাব্বি। তিনি সবার ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন শুরু হলে রাব্বি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন। ১৯ জুলাই ঢাকার শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে রাব্বিও ছিলেন। আন্দোলনরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রাব্বি মারা যান। পরে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছিল।
এদিকে ছেলেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়িয়েছেন তাঁর পরিবার। অবশেষে ৪ আগস্ট রাতে পরিবার জানতে পারে রাব্বির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। খবর পেয়ে পরদিন ৫ আগস্ট ছেলের লাশ মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের বাড়ি আনা হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ছেলেকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই মৃত্যু।
রাব্বির বাবা মিরাজ তালুকদার বলেন, ‘১৯ জুলাই ছেলে আন্দোলনে যায়। এরপর তাকে খুঁজে পাইনি। পরে বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। ৪ আগস্ট জানতে পারি আমার ছেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা লাশ নিয়ে বিচারের দাবিতে মিছিলও করেছে। পরে ৫ আগস্ট লাশ এনে বাড়ির পাশে দাফন করেছি। কী অপরাধ ছিল আমার ছেলের? কেন তাকে হত্যা করা হলো? আমি ছেলে হত্যার বিচার চাই। এই মৃত্যু আমরা কিছুতেই মানতে পারছি না।’
স্থানীয় বাসিন্দা জয়নাল হোসেন বলেন, ‘অনেক কষ্ট করে রিকশাচালক মিরাজ তালুকদার তাঁর ছেলেকে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করেছিলেন। ছেলে ইঞ্জিনিয়ার হবে। কষ্ট দূর হবে। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। এমন মৃত্যু আমরা আর চাই না।’
ছেলের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে। তাই রিকশাচালক বাবা অনেক কষ্ট করে ছেলেকে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করান। ইঞ্জিনিয়ার হয়ে বাবাকে একটু শান্তি দেবেন। এই স্বপ্ন নিয়ে এগোতে থাকলেও কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিতে হলো ছেলে ইসমাইল হোসেন রাব্বিকে।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের রিকশাচালক মিরাজ তালুকদার ও পারভীন বেগমের ছেলে ইসমাইল হোসেন রাব্বি (২১)। দুই বোন ও ভাই একাই ছিলেন রাব্বি। তিনি সবার ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন শুরু হলে রাব্বি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন। ১৯ জুলাই ঢাকার শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে রাব্বিও ছিলেন। আন্দোলনরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রাব্বি মারা যান। পরে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছিল।
এদিকে ছেলেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়িয়েছেন তাঁর পরিবার। অবশেষে ৪ আগস্ট রাতে পরিবার জানতে পারে রাব্বির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। খবর পেয়ে পরদিন ৫ আগস্ট ছেলের লাশ মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের বাড়ি আনা হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ছেলেকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই মৃত্যু।
রাব্বির বাবা মিরাজ তালুকদার বলেন, ‘১৯ জুলাই ছেলে আন্দোলনে যায়। এরপর তাকে খুঁজে পাইনি। পরে বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। ৪ আগস্ট জানতে পারি আমার ছেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা লাশ নিয়ে বিচারের দাবিতে মিছিলও করেছে। পরে ৫ আগস্ট লাশ এনে বাড়ির পাশে দাফন করেছি। কী অপরাধ ছিল আমার ছেলের? কেন তাকে হত্যা করা হলো? আমি ছেলে হত্যার বিচার চাই। এই মৃত্যু আমরা কিছুতেই মানতে পারছি না।’
স্থানীয় বাসিন্দা জয়নাল হোসেন বলেন, ‘অনেক কষ্ট করে রিকশাচালক মিরাজ তালুকদার তাঁর ছেলেকে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করেছিলেন। ছেলে ইঞ্জিনিয়ার হবে। কষ্ট দূর হবে। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। এমন মৃত্যু আমরা আর চাই না।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে