Ajker Patrika

ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১০: ৪৬
ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির

পবিত্র রমজানে ঈদুল ফিতরের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি করেছেন বেসরকারি শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। এ দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি আবেদনপত্র পাঠিয়েছেন বাশিস নেতারা।

আজ রোববার পূর্ণাঙ্গ উৎসব ভাতার প্রাপ্তির জন্য আবেদনপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব আব্দুর রহমান। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবেদনপত্রে বলা হয়, ‘বেসরকারি শিক্ষকরা অধিকাংশই স্বাধীনতা স্বপক্ষের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গঠনকৃত আওয়ামী লীগের সমর্থনকারী। তাঁরা দীর্ঘ ২০০৪ সাল থেকে মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। বঙ্গবন্ধুর এই বাংলায় অন্য কোনো পেশাজীবীদের এমন হীন ২৫ শতাংশ উৎসব ভাতা নাই। সকলেই পান ১০০ শতাংশ। তাই এমন হীন ২৫ শতাংশ থেকে পূর্ণাঙ্গ করতে আপনিই মুক্তির একমাত্র ভরসা। এই মুজিব শতবর্ষে পবিত্র রমজানের ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ শতভাগ উৎসব ভাতা ঘোষণা দিয়ে আমাদের ধন্য করার বিনীত সবিনয় অনুরোধ করছি।’ 

এ ছাড়া আরও বলা হয়, ‘সামনে জাতীয় নির্বাচন। এখনই বিভিন্ন অপশক্তি ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। আমরা শিক্ষকেরা ঐক্যবদ্ধ আছি। আপনি ডাকলে আমরা পাশে থাকব সব সময়।’ 

স্মারকলিপির বিষয়ে বাশিসের মহাসচিব আব্দুর রহমান বলেন, ‘শিক্ষক সংগঠনগুলোর বা শিক্ষকদের প্রত্যাশা মুজিব শতবর্ষে সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। আমরা ওনার ঘোষণার অপেক্ষায় আছি। এ ছাড়া সরকারি শিক্ষক কর্মচারীগণের ন্যায় বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা প্রদান ও মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারীগণের চাকরি জাতীয়করণ যেন করা হয় সেই প্রত্যাশাও আমরা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত