Ajker Patrika

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিক্ষোভ

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দনিয়ার এ কে স্কুল, দনিয়া কলেজসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, যাত্রাবাড়ী-কদমতলী-ডেমরায় ছাত্র-জনতা, যাত্রাবাড়ী থানা হেফাজতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।

এদিন বেলা ১১টায় রাজধানীর কাজলা, কোনাপাড়া, কদমতলী, মেরাজনগরসহ বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে সমবেত হয়ে পৃথক পৃথক সমাবেশ করেন।

অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বেলা ১১টার দিকে দনিয়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দনিয়া কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভ মিছিল বের করে যাত্রাবাড়ী মোড়ে গিয়ে শেষ করেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

কলেজের অধ্যক্ষ জুয়েলা জেবুন্নেছা খান বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যা বন্ধের দাবি জানাই।’

বক্তারা বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শিশু, নারী-পুরুষ নির্বিশেষে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বিশ্ববাসী ক্ষুব্ধ এবং ব্যথিত। আমরা এ গণহত্যা বন্ধ চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত