Ajker Patrika

অপশক্তি রুখতে দরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অপশক্তি রুখতে দরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড: ডিএনসিসি মেয়র

অপশক্তি রুখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের দরকার আছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ সংলগ্ন স্থানে সুরের ধারা ও ডিএনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘পৌষ উৎসব-১৪৩০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরের ধারার কর্ণধার রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 

ডিএনসিসি মেয়র বলেন, ‘একদিকে গান চলছে, অন্যদিকে মেলা হচ্ছে। অপশক্তিকে রুখে দাঁড়াতে এই ধরনের মেলা, গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দরকার আছে। ভুললে চলবে না, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতর কেন্দ্রের ভূমিকা ছিল। তখন গাওয়া হয়েছিল, একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।’ 

সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে ডিএনসিসি সব সময় থাকবে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘সুরের ধারার মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটবে। বন্যা আপা (রেজওয়ানা চৌধুরী বন্যা) শুধু ব্যক্তি নয়, তিনি ইনস্টিটিউট হিসেবে পরিচিত হয়েছে সারা বাংলাদেশে। আপনি এগিয়ে যান, আপনার সঙ্গে আমরা আছি। বিশেষ করে সাংস্কৃতিক ও বিনোদনের জন্য ডিএনসিসি সব ধরনের আর্থিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’ 

ডিএনসিসির বিভিন্ন খাল দখল হয়ে যাচ্ছে জানিয়ে মেয়র আরও বলেন, বিভিন্ন খাল দখল হয়ে যাচ্ছে। রামচন্দ্রপুর খাল আপনারা দেখেছেন, দখল হয়ে গিয়েছিল। বছিলা ট্রাক স্ট্যান্ড ১৭০০ ট্রাক ছিল। এখন সেই ট্রাক স্ট্যান্ড আর নেই। লাউতলা এখন সুন্দর সবুজ পার্ক হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত