Ajker Patrika

১৩তম শিক্ষক নিবন্ধনে ২৫০০ জনকে নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩তম শিক্ষক নিবন্ধনে ২৫০০ জনকে নিয়োগের নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১৩তম নিবন্ধনধারীদের মধ্য থেকে দেশের বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় ২ হাজার ৫০০ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এ আদেশে ১৩তম শিক্ষক নিবন্ধনধারীরা সন্তুষ্টির কথা জানাচ্ছেন। আর এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বলছেন, নিয়োগ পেতে আদালতের আদেশের দিকে তাকিয়ে থাকাটা এনটিআরসিএর দুর্বলতা প্রকাশ করে। এ অবস্থা কাটাতে এনটিআরসিএর কার্যক্রম আরও শক্তিশালী এবং সুশৃঙ্খল হওয়া উচিত বলে মনে করছেন তারা।

এ বিষয়ে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষক ফোরামের আহ্বায়ক শান্ত আহমেদ বলেন, ‘আদালতের আদেশের সঙ্গে আমাদের কোন দ্বিমত নেই। কিন্তু একেকটা নিয়োগের জন্য আদালতের আদেশের অপেক্ষায় থাকাটা দুঃখজনক। এ রকম হলে অনেকেই নিয়োগ পেতে মামলা মোকদ্দমার পথে হাঁটবে। এনটিআরসিএর উচিত শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিজেদের কার্যক্রম আরও সুশৃঙ্খল করা।’ 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্যপদে নিয়োগের জন্য এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হন। ওই নিবন্ধনের পরিপত্র অনুযায়ী, এদের প্রত্যেকেরই নিয়োগ পাওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আরেকটি আদেশের কারণে এনটিআরসিএ ১৩তম নিবন্ধনধারীদের মধ্য থেকে মাত্র ৫ হাজারের মতো প্রার্থীকে নিয়োগ দিতে সক্ষম হয়। নিয়োগ না পেয়ে ওই নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের একাংশ আদালতের দ্বারস্থ হন। আদালতের এই আদেশের ফলে ১৩তম নিবন্ধনকারী প্রার্থীদের মধ্যে নিয়োগবঞ্চিত আড়াই হাজার জন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত