নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও ১৫ মাস মৌলভীবাজার কারাগারে থাকা ভারতীয় কিশোর রোহি দাসকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার (১০ ডিসেম্বর) আইনজীবী বিভূতি তরফদারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহী দাস। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয় এবং সাজা দেওয়া হয়। রিটকারীর দাবি, আসামির সাজার মেয়াদ শেষ হয়েছে। আদালত বলেছেন, অন্য কোনো মামলায় আটক না থাকলে তাঁকে মুক্তি দিতে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে মৌলভীবাজারের কারাগারে আটক আছেন রোহি দাস। মায়ের সঙ্গে রাগ করে গত বছরের ৩ জুন ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন তিনি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাকে আটক করে।
আদালত ভারতীয় কিশোরকে তিন মাস ২০ দিনের কারাদণ্ড দেন। তবে, আদালত সাজা দেওয়ার আগেই, অর্থাৎ যে তারিখে ঘোষণা করা হয় এর আগেই সাজা খাটার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু, সাজা শেষ হওয়ার ১৫ মাস পরও মুক্তি মেলেনি তার।
এর আগে বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। রোববার আইনজীবী বিভূতি তরফদার সংবাদটি সংযোজন করে রিট দায়ের করেন। রিটে কিশোরকে তার মায়ের কাছে ফেরত দিতে নির্দেশনা চাওয়া হয়।
সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও ১৫ মাস মৌলভীবাজার কারাগারে থাকা ভারতীয় কিশোর রোহি দাসকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার (১০ ডিসেম্বর) আইনজীবী বিভূতি তরফদারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহী দাস। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয় এবং সাজা দেওয়া হয়। রিটকারীর দাবি, আসামির সাজার মেয়াদ শেষ হয়েছে। আদালত বলেছেন, অন্য কোনো মামলায় আটক না থাকলে তাঁকে মুক্তি দিতে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে মৌলভীবাজারের কারাগারে আটক আছেন রোহি দাস। মায়ের সঙ্গে রাগ করে গত বছরের ৩ জুন ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন তিনি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাকে আটক করে।
আদালত ভারতীয় কিশোরকে তিন মাস ২০ দিনের কারাদণ্ড দেন। তবে, আদালত সাজা দেওয়ার আগেই, অর্থাৎ যে তারিখে ঘোষণা করা হয় এর আগেই সাজা খাটার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু, সাজা শেষ হওয়ার ১৫ মাস পরও মুক্তি মেলেনি তার।
এর আগে বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। রোববার আইনজীবী বিভূতি তরফদার সংবাদটি সংযোজন করে রিট দায়ের করেন। রিটে কিশোরকে তার মায়ের কাছে ফেরত দিতে নির্দেশনা চাওয়া হয়।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে