Ajker Patrika

কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অচেতন হয়ে পড়লে শহিদুল ইসলাম (৬৩) নামে ওই কয়েদিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুবরণকারী কয়েদি শহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নারায়ণপুর গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে। তাঁর কয়েদি নম্বর ছিল-৩৩২৩/এ। শহিদুল ইসলাম রাজধানীর নিউমার্কেট থানার বিডিআর বিদ্রোহ মামলার মামলা নম্বর-৯ (৪)০৯—এর আসামি ছিলেন। এ মামলায় আদালত তাঁকে ৪৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। তিনি বিডিআরের সাবেক সদস্য। তাঁকে ২০১৬ সালে ২৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার–কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল। 

জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ‘কয়েদি শহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে শহিদুল ইসলামকে বিকেল ৪টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত