Ajker Patrika

ম্যানহোলে নেমে ভাইরাল মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যানহোলে নেমে ভাইরাল মেয়র আতিক

ম্যানহোলের ভেতরে উঁকি দিয়ে দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এমন ছবি ঘুরছে অনেকের ফেসবুক ওয়ালে। কেউ কেউ মেয়রের ছবি নিয়ে ফেসবুকে বাহবা দিচ্ছেন, আবার কেউ করছেন ব্যঙ্গ বা বিদ্রূপ। 

শাহেদ শফিক নামে এক সংবাদকর্মী মেয়র আতিকের ম্যানহোলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ছবিটা অনেক কথা বলে। ভালো লাগার একটি ছবি! মেয়র হোক এমন...’। ওই পোস্টের মন্তব্যে শুভ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তেল বাজির একটা লিমিট থাকা দরকার, ছবিতে যেভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ছবি তোলার জন্যই তার এই অদম্য প্রচেষ্টা।’ 

জিসান নামের একজন মন্তব্য করেছেন, ‘সাব্বাস মেয়র আতিক ভাই। ড্রেনের কাজ ঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করা উচিত।’ 

আরিফুর রহমান তুহিন নামের এক সংবাদকর্মী মন্তব্য করেছেন, ‘এইসব লোক দেখানো কাম বন্ধ করে দায়িত্বটা ঠিকমতো পালন করলেই হইলো।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার স্বপ্নধারা হাউজিং মূল সড়ক (বছিলা ৪০ ফুট সড়ক) এলাকায় ম্যানহোলে নেমেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। লাউতলা খালের উচ্ছেদ অভিযান পরিদর্শনের জন্য মেয়র সেখানে গিয়েছিলেন। সেখানে ৩০০ মিটার লম্বা একটি নালার নির্মাণকাজ চলছে। নির্মাণ করা নালাটির স্ল্যাবের কিছু ঢাকনা খোলা ছিল। এমনই একটি খোলা স্ল্যাবের জায়গা দিয়ে নালায় নামেন মেয়র। মাথা নিচু করে নালার ভেতরটা দেখেন তিনি। 

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলামের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মেয়র যে ম্যানহোলে নেমেছেন, সেটি নতুন নির্মাণ করা হয়েছে। নালা নির্মাণের কাজটি ঠিক হয়েছে কি না, তা দেখতে ও যাচাই করতেই নালায় নেমেছিলেন তিনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত