Ajker Patrika

বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৭: ০১
বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ২ মামলা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। একটি মামলার বাদী রুবেল হোসেন নামে বাঙলা কলেজের এক শিক্ষার্থী এবং অপর মামলার বাদী হলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির স্টাফ মো. মহিদুর রহমান। 

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় মামলা দুটি রুজু হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর বাশার। 

আমিনুর বাশার বলেন, ‘গতকাল যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন, তাঁদের বিরুদ্ধে এই দুটি মামলা দায়ের হয়েছে। মামলা দুটির বিষয়ে আমাদের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

মামলা সূত্রে জানা যায়, রুবেল হোসেন নামে শিক্ষার্থীর করা মামলায় অভিযোগ আনা হয় মোটরসাইকেল অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের মারধর করার। এই মামলার এজাহারনামীয় ১২০ জন ও অজ্ঞাত আসামি ৪০০-৫০০ জন। অন্যদিকে কলেজ স্টাফ মো. মহিদুর রহমানের করা মামলায় অভিযোগ করা হয় কলেজে ভাঙচুর ও কলেজের স্টাফদের মারধরের। এই মামলায় এজাহারনামীয় আসামি ১০৭ জন ও অজ্ঞাত আসামি ৪০০-৫০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত