ঢামেক প্রতিবেদক
রাজধানীর কলাবাগান গ্রিনরোডে একটি বহুতল ভবন থেকে সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন—ওই এলাকার কম্পিউটার দোকান মালিক শফিকুল ইসলাম (৪০) ও রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্রিনরোডে তাঁদের রূপসা রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর ম্যানেজার এনামুল হক। আর শফিকুল ইসলাম ওই রেস্তোরাঁর পাশের সায়মা কম্পিউটার-এর মালিক।
আরিফুল জানান, এনামুল ও শফিকুল গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশের খাজা হোটেলের ছয়তলা ভবনের সানসেট ভেঙে তাঁদের মাথায় পড়লে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাঁদের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘জানতে পেরেছি একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
রাজধানীর কলাবাগান গ্রিনরোডে একটি বহুতল ভবন থেকে সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন—ওই এলাকার কম্পিউটার দোকান মালিক শফিকুল ইসলাম (৪০) ও রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্রিনরোডে তাঁদের রূপসা রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর ম্যানেজার এনামুল হক। আর শফিকুল ইসলাম ওই রেস্তোরাঁর পাশের সায়মা কম্পিউটার-এর মালিক।
আরিফুল জানান, এনামুল ও শফিকুল গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশের খাজা হোটেলের ছয়তলা ভবনের সানসেট ভেঙে তাঁদের মাথায় পড়লে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাঁদের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘জানতে পেরেছি একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির জাবি শাখা। এতে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত করা হয়েছে ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিবকে এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত করা হয়েছে ইংরেজি
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে ফারুক (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বাকলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারুক ওই গ্রামের কামাল মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে প্রতারণা চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মিরপুরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেমনজ মৌলিক বলেন, ‘আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।
১ ঘণ্টা আগে