Ajker Patrika

রাজধানীর গ্রিনরোডে ভবন থেকে সানসেট ভেঙে পড়ে আহত ২ 

ঢামেক প্রতিবেদক
রাজধানীর গ্রিনরোডে ভবন থেকে সানসেট ভেঙে পড়ে আহত ২ 

রাজধানীর কলাবাগান গ্রিনরোডে একটি বহুতল ভবন থেকে সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহতেরা হলেন—ওই এলাকার কম্পিউটার দোকান মালিক শফিকুল ইসলাম (৪০) ও রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্রিনরোডে তাঁদের রূপসা রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর ম্যানেজার এনামুল হক। আর শফিকুল ইসলাম ওই রেস্তোরাঁর পাশের সায়মা কম্পিউটার-এর মালিক। 

আরিফুল জানান, এনামুল ও শফিকুল গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশের খাজা হোটেলের ছয়তলা ভবনের সানসেট ভেঙে তাঁদের মাথায় পড়লে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাঁদের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘জানতে পেরেছি একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত