Ajker Patrika

ঈদের ছুটিতেও বিজয় সরণিতে নিত্যদিনের যানজট   

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২২: ৪২
ঈদের ছুটিতেও বিজয় সরণিতে নিত্যদিনের যানজট   

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হওয়া মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে বিজয় সরণি ও মহাখালী বাস টার্মিনাল এলাকায়। এই এলাকার সড়কগুলোতে পথচারীদের গন্তব্য পৌঁছতে কিছু সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসাধারণ ও যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট  এলাকার ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্যরা। 

রাত নয়টায় বিজয় সরণিতে নিত্য দিনের মতো যানজটের কথা জানিয়েছেন শের ই বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সিকান্দার। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিজয় সরণি মোড়ে ট্রাফিক দেখলে ঈদের দিন মনে হবে না। এর আগে ঈদের দিনে এই এলাকায় এত যানজট দেখিনি। এই সময় আমরা মূলত রাস্তায় জিকজ্যাক দিয়ে রাখি। তাতেই কাজ হয়। কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। সব অফিসার ও ট্রাফিক সদস্যদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে,তারা কাজ করছেন স্বাভাবিক দিনের মতো। রাস্তা ছাড়ার উপায় নেই।'

বাণিজ্যিক বড় গাড়ি কম থাকলেও অসংখ্য প্রাইভেটকার ও সিএনজি নেমেছে রাস্তায়। এইসময়  বিজর সরণি মোড় অতিক্রম কর‍তে হলে এই সড়কের পথচারীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা। 

এদিকে মহাখালী  এলাকাতেও ঘুরতে বের হওয়া মানুষের চাপ বাড়ার কথা জানিয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মহাখালী বাস টার্মিনাল এলাকায় গাড়ির কিছুটা চাপ আছে। এই পথে চলাচলকারীদে কিছু সময় আটকে থাকতে হচ্ছে। তবে এটা তীব্র কোনো যানজট নয়। ঈদের দিন মানুষ ঘুরতে বেড়িয়েছে। যার প্রভাব দেখা গেছে বনানী পর্যন্ত। 

তবে উত্তরা ও বিমানবন্দর সড়কে তুলনমূলক গাড়ির চাপ কম। এই সড়কে প্রাইভেটকারের যাতায়াত বেশি। বাণিজ্যিক কোনো বড় গাড়ি দেখা না যাওয়ার কথা বলেছেন উত্তর ট্রাফিক জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। 

গুলশান,মিরপুর এলাকাতেও পথে যানবাহনের চাপ আছে। তবে সিগ্যান অতিক্রম করার সময় দুই থেকে চার মিনিটের বেশি অপেক্ষা কর‍তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত