Ajker Patrika

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতেরা হলেন, কুমিল্লা জেলার বশীর হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা (২৫) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের লাবুর ছেলে অপূর্ব নিখিল (২৯)।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, মঙ্গলবার দুপুরে একটি মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে মহানগরীর বাইমাইল এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা উভয়ে মহাসড়কে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাদের মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

আবু সিদ্দিক আরও জানান, নিহতদের মধ্যে আব্দুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অপরজন একটি বেসরকারি কলেজে অধ্যয়ন করার পাশাপাশি পার্টটাইম জব করতেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁদের আবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত