শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে