Ajker Patrika

পার্বত্য তিন জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১: ০২
পার্বত্য তিন জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির সব অবৈধ ইটভাটার কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চ এ আদেশ দেন।
 
চট্টগ্রামের জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদেশে। এ ছাড়া লাইসেন্সবিহীন সব ইটভাটার তালিকা করে আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

অবৈধভাবে পরিচালিত ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, তিন জেলার ডিসি, এসপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে তিন জেলার ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে এবং পাহাড়ের মাটি কাঁচামাল ও বনের গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট করে। মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত