Ajker Patrika

ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসতে হবে: চরমোনাই পীর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১: ৪৮
ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসতে হবে: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা গণমানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জুলুম-নির্যাতন দীর্ঘায়িত করছে। তাই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। 

আজ রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর শাখার উদ্যোগে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের পদত্যাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মুহাম্মাদ ফাইজ উদ্দীন। মহানগর সেক্রেটারি মুফতি হুসাইন আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। 

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, বৈশ্বিক চাপ মোকাবিলা এবং দেশকে বাঁচাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। চলমান সংকট নিরসনে সব দলকে নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে। দলের সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণকে চলমান ভোটাধিকার আদায়ের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন রাজপথে নেমে আসতে হবে। ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য দেন মহানগর সহসভাপতি মাওলানা হাবীবুর রহমান মিয়াজী, মাওলানা এম এ হানিফ সরকার, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, নগর শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন হাওলাদার, যুব আন্দোলনের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মন্ডল, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ ও থানা আন্দোলনের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত