ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। এরই মধ্যে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা পূজা।
প্রতিমা শিল্পী সুরেশ পাল জানান, বাবা ছিরু পালের হাত ধরে এই কাজ শিখেছেন তিনি। তাঁর মারা যাওয়ার পর থেকে তিনি প্রায় ২০ বছর ধরে এ পেশায় আছেন। এ বছর তিনি তিনটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। প্রতিটিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। তিনি জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঁদা মাটি, খড়, কাঠ, বাঁশ ও সুতলি দিয়ে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সুরেশ পাল বলেন, 'মাটির কাজ শেষ শেষ করেছি। এখন বাকি রঙের কাজ।'
ডামুড্যা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মিশর পাল বলেন, 'উপজেলার ছয়টি ভিন্ন ভিন্ন স্পটে মোট ছয়টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরির প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। এখন শুধু রঙের কাজ বাকি। আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দেবী বন্দনা। অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলবে। ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গা পূজা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, 'পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল টিম সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক মাঠে কাজ করবেন।'
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। এরই মধ্যে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা পূজা।
প্রতিমা শিল্পী সুরেশ পাল জানান, বাবা ছিরু পালের হাত ধরে এই কাজ শিখেছেন তিনি। তাঁর মারা যাওয়ার পর থেকে তিনি প্রায় ২০ বছর ধরে এ পেশায় আছেন। এ বছর তিনি তিনটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। প্রতিটিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। তিনি জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঁদা মাটি, খড়, কাঠ, বাঁশ ও সুতলি দিয়ে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সুরেশ পাল বলেন, 'মাটির কাজ শেষ শেষ করেছি। এখন বাকি রঙের কাজ।'
ডামুড্যা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মিশর পাল বলেন, 'উপজেলার ছয়টি ভিন্ন ভিন্ন স্পটে মোট ছয়টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরির প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। এখন শুধু রঙের কাজ বাকি। আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দেবী বন্দনা। অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলবে। ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গা পূজা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, 'পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল টিম সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক মাঠে কাজ করবেন।'
পঞ্চগড় জেলার সদর উপজেলার ভিতরগড় সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
৯ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতনামা যুবকের (২২) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
২৫ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মামা শশুরের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে কয়েক দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন। প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ডলফিনটির। এর পুরো শরীরের চামড়া ওঠানো। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমান কুয়াকাটা সৈকতে।
১ ঘণ্টা আগে