Ajker Patrika

ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত চলল ট্রেন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৮: ১৪
ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত চলল ট্রেন

ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে পদ্মা সেতু পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যায়।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পদ্মা সেতু সংযোগ রেল প্রকল্পের সমন্বয়কারী কর্মকর্তা (সিও) মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন এবং প্রকল্প পরিচালক আফজাল হোসেন এ রেলপথটির পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেললাইন প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পরীক্ষামূলক চলা ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি রেল ইঞ্জিন বিশেষ। এটি গ্যাংকার নামে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী সিএসসির সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। 

ভাঙ্গা রেলস্টেশন ম্যানেজার মো. শাহজাহান বলেন, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক এই গ্যাংকারটি মঙ্গলবার ভাঙ্গা থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে জাজিরা প্রান্তে পৌঁছায়। 

আগামী ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত