Ajker Patrika

ক্লিনিকের পাশের ঝোপে নবজাতকের লাশ, প্রসূতিসহ ৪ জন থানা হেফাজতে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৯: ২২
ক্লিনিকের পাশের ঝোপে নবজাতকের লাশ, প্রসূতিসহ ৪ জন থানা হেফাজতে 

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় একটি ঝোপ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রসূতির মা, শিশুর নানিসহ চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের খানপুর কাজীপাড়া আল হেরা ক্লিনিকের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

এ বিষয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি খানপুর এলাকার জাহান ক্লিনিকে গতকাল রাতে একজন প্রসূতি সন্তান প্রসব করেছেন। তাঁরাই তাঁদের নবজাতক ফেলে গেছেন এই ঝোপে।’ 

তিনি আরও বলেন, এই ঘটনায় জাহান ক্লিনিকের ওটি ইনচার্জ, প্রসূতির মা, তাঁর মাসহ চারজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত