নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপণ্যের বাজারে অবৈধ সিন্ডিকেট ভাঙা ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রাজধানীতে আজ শনিবার সকালে এক র্যালি শেষে এই কর্মসূচি পালন করা হয়।
ক্যাব জানায়, দেশের নিত্যপণ্যের বাজারে চলছে চরম অস্থিরতা। এ নিয়ন্ত্রণহীনতার জন্য বরাবরই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করে আসছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতে অবৈধ সিন্ডিকেট ভেঙে জনস্বস্তি ফেরানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে ক্যাব। এ সময় ভোক্তার অধিকার রক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের ও আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর কেন্দ্রীয় পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিভিন্ন সড়ক ঘুরে পার্কে সামনে এসে র্যালিটি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শরিফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুমতাজুল করিম।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান (পপি), সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, উত্তরা শাখা কমিটির উপদেষ্টা খলিলুর রহমান, প্রভাতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সমাজকর্মী মুনিশা খাতুন, মো. শাহজাহান মুন্সি, শওকত আলী খানসহ উত্তরার সচেতন নাগরিক এবং ক্যাবের সদস্যরা।
হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, ‘আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশের মানুষের ভোক্তা অধিকার রক্ষা করা। আপনারা জানেন যে, আমাদের দেশে প্রচুর আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। যারা অসাধু সিন্ডিকেট করে বাজার ব্যবস্থাকে অস্থির করে তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সারা দেশের ভোক্তাদের পক্ষ থেকে ক্যাব জোর দাবি জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের হাত অনেক লম্বা, সরকার সবই জানে। সরকার ইচ্ছা করলে সিন্ডিকেট ভেঙে দিতে পারে। তাই ক্যাবের পক্ষ থেকে এই সিন্ডিকেট ভেঙে ক্রেতার জীবন সচ্ছল করতে এবং ভোক্তা অধিকার রক্ষা করার জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানাচ্ছি।’
নিত্যপণ্যের বাজারে অবৈধ সিন্ডিকেট ভাঙা ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রাজধানীতে আজ শনিবার সকালে এক র্যালি শেষে এই কর্মসূচি পালন করা হয়।
ক্যাব জানায়, দেশের নিত্যপণ্যের বাজারে চলছে চরম অস্থিরতা। এ নিয়ন্ত্রণহীনতার জন্য বরাবরই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করে আসছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতে অবৈধ সিন্ডিকেট ভেঙে জনস্বস্তি ফেরানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে ক্যাব। এ সময় ভোক্তার অধিকার রক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের ও আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর কেন্দ্রীয় পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিভিন্ন সড়ক ঘুরে পার্কে সামনে এসে র্যালিটি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শরিফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুমতাজুল করিম।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান (পপি), সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, উত্তরা শাখা কমিটির উপদেষ্টা খলিলুর রহমান, প্রভাতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সমাজকর্মী মুনিশা খাতুন, মো. শাহজাহান মুন্সি, শওকত আলী খানসহ উত্তরার সচেতন নাগরিক এবং ক্যাবের সদস্যরা।
হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, ‘আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশের মানুষের ভোক্তা অধিকার রক্ষা করা। আপনারা জানেন যে, আমাদের দেশে প্রচুর আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। যারা অসাধু সিন্ডিকেট করে বাজার ব্যবস্থাকে অস্থির করে তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সারা দেশের ভোক্তাদের পক্ষ থেকে ক্যাব জোর দাবি জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের হাত অনেক লম্বা, সরকার সবই জানে। সরকার ইচ্ছা করলে সিন্ডিকেট ভেঙে দিতে পারে। তাই ক্যাবের পক্ষ থেকে এই সিন্ডিকেট ভেঙে ক্রেতার জীবন সচ্ছল করতে এবং ভোক্তা অধিকার রক্ষা করার জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানাচ্ছি।’
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
১ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে