ঢাবি সংবাদদাতা
শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রসংগঠনগুলো। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নবগঠিত কমিটির ‘পরিচিত সভায়’ ৯টি ছাত্রসংগঠন এ প্রত্যাশা জানিয়েছে। শিক্ষাঙ্গনে দ্রুত ছাত্রসংসদ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল শনিবার ছাত্রসংগঠনগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য এ সভা আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘জুলাইয়ের আগে সকল ছাত্রসংগঠনের সবাই এক সাথে এক জায়গায় বসার কথা আমরা কেবল স্বপ্নে কল্পনা করতাম। আজ তা বাস্তবে দেখছি। সবাই মিলে শহীদদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাব।’
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সময়ে কুঁড়ি হয়ে ফুটেছে নবগঠিত ছাত্রসংগঠনটি। তারা ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিপরীতে মুক্তির আশা হয়ে দাঁড়িয়েছে। আশা রাখছি, তারা সুষ্ঠুধারার রাজনীতি করে যাবে।’
ছাত্রশিবিরের ঢাবি সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, ‘জুলাইয়ের আবেদন ছিল সবাই কথা বলতে পারবে। জুলাইয়ে এবং তারপরে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা যেভাবে কাজ করেছে, সেভাবে কাজ করে যাবে বলে আশা রাখছি।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, বিরাজনীতি কোনো সমাধান না, সমাধান আদর্শভিত্তিক রাজনীতি। যে রাজনীতি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাবে।
রাজনীতি যেন এককেন্দ্রিক না হয় সে আশা প্রকাশ করে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, ‘সবাইকে সাথে নিয়েই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে হবে।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘জুলাইয়ের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন এ ছাত্রসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস রাখছি।’
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালেদ বলেন, ‘আমরা এখানে যে সহাবস্থান দেখতে পাচ্ছি, তা নষ্ট করবে অনলাইন। সামনে যেমন থাকি, অনলাইনে আমরা তেমনটা থাকতে পারি না। আমাদের অনলাইন-অফলাইনের সংগ্রামে প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়ে প্রতিযোগিতামূলক হবে বলে আশা রাখছি।’
বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, গণতান্ত্রিকভাবে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করতে না পারলে গণতান্ত্রিক এ যাত্রা ব্যাহত হবে।
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেগমল্লার বসু বলেন, ‘নতুন এ সংগঠনের সঙ্গে মতবিরোধ হবে, তবে বিরাজনীতিকরণ হবে না।’
বিগত সময়ে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে ছিল। আমরা এ সংগঠনের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ—সবাইকে রাজনীতিতে আনার এবং ধরে রাখার চেষ্টা করছি। - জাহিদ আহসান, সদস্যসচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ
সবাই মিলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে পরিবেশ তৈরি হয়েছে এবং তা যেন অক্ষুণ্ন থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্র পক্ষের আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ।
সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘জুলাইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। জুলাইয়ের পরে আমরা এখনো সহাবস্থানের রাজনীতি চর্চা করছি। আশা করে সহাবস্থানের এ ধারা বিরাজমান থাকবে।’
সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতির শূন্য ধারা পূরণে আমরা সাংগঠনিক রূপ নিয়েছি। বিগত সময়ে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে ছিল। আমরা এ সংগঠনের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ—সবাইকে রাজনীতিতে আনার এবং ধরে রাখার চেষ্টা করছি। দেশের স্বার্থে যেন সবাই কাজে আসে, সে চেষ্টা করছি।’
শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রসংগঠনগুলো। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নবগঠিত কমিটির ‘পরিচিত সভায়’ ৯টি ছাত্রসংগঠন এ প্রত্যাশা জানিয়েছে। শিক্ষাঙ্গনে দ্রুত ছাত্রসংসদ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল শনিবার ছাত্রসংগঠনগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য এ সভা আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘জুলাইয়ের আগে সকল ছাত্রসংগঠনের সবাই এক সাথে এক জায়গায় বসার কথা আমরা কেবল স্বপ্নে কল্পনা করতাম। আজ তা বাস্তবে দেখছি। সবাই মিলে শহীদদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাব।’
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সময়ে কুঁড়ি হয়ে ফুটেছে নবগঠিত ছাত্রসংগঠনটি। তারা ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিপরীতে মুক্তির আশা হয়ে দাঁড়িয়েছে। আশা রাখছি, তারা সুষ্ঠুধারার রাজনীতি করে যাবে।’
ছাত্রশিবিরের ঢাবি সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, ‘জুলাইয়ের আবেদন ছিল সবাই কথা বলতে পারবে। জুলাইয়ে এবং তারপরে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা যেভাবে কাজ করেছে, সেভাবে কাজ করে যাবে বলে আশা রাখছি।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, বিরাজনীতি কোনো সমাধান না, সমাধান আদর্শভিত্তিক রাজনীতি। যে রাজনীতি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাবে।
রাজনীতি যেন এককেন্দ্রিক না হয় সে আশা প্রকাশ করে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, ‘সবাইকে সাথে নিয়েই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে হবে।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘জুলাইয়ের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন এ ছাত্রসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস রাখছি।’
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালেদ বলেন, ‘আমরা এখানে যে সহাবস্থান দেখতে পাচ্ছি, তা নষ্ট করবে অনলাইন। সামনে যেমন থাকি, অনলাইনে আমরা তেমনটা থাকতে পারি না। আমাদের অনলাইন-অফলাইনের সংগ্রামে প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়ে প্রতিযোগিতামূলক হবে বলে আশা রাখছি।’
বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, গণতান্ত্রিকভাবে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করতে না পারলে গণতান্ত্রিক এ যাত্রা ব্যাহত হবে।
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেগমল্লার বসু বলেন, ‘নতুন এ সংগঠনের সঙ্গে মতবিরোধ হবে, তবে বিরাজনীতিকরণ হবে না।’
বিগত সময়ে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে ছিল। আমরা এ সংগঠনের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ—সবাইকে রাজনীতিতে আনার এবং ধরে রাখার চেষ্টা করছি। - জাহিদ আহসান, সদস্যসচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ
সবাই মিলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে পরিবেশ তৈরি হয়েছে এবং তা যেন অক্ষুণ্ন থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্র পক্ষের আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ।
সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘জুলাইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। জুলাইয়ের পরে আমরা এখনো সহাবস্থানের রাজনীতি চর্চা করছি। আশা করে সহাবস্থানের এ ধারা বিরাজমান থাকবে।’
সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতির শূন্য ধারা পূরণে আমরা সাংগঠনিক রূপ নিয়েছি। বিগত সময়ে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে ছিল। আমরা এ সংগঠনের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ—সবাইকে রাজনীতিতে আনার এবং ধরে রাখার চেষ্টা করছি। দেশের স্বার্থে যেন সবাই কাজে আসে, সে চেষ্টা করছি।’
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে