Ajker Patrika

শ্রীপুরে অফিস সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০: ৪৫
শ্রীপুরে অফিস সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলাম (৫০) নামের এক অফিস সহকারীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পৌর শহরের বাগমারা এলাকার বাসিন্দা এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় ওই কলেজে শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট আনার জন্য কলেজে যায়। কোন এক সমস্যা হওয়ার কারণে অফিস সহকারীর কাছে গিয়ে তার রোল জানতে চাইলে রোল নম্বরটি প্রদান করে এবং তাহার দেখানো মতে কাগজে সই করতে বলে। কাগজে সই করার সময় ওই অফিস সহকারী অসৎ উদ্দেশ্যে যৌন হয়রানি করে। পরে বিষয়টি কলেজের শিক্ষককে অবগত করা হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন না নিয়ে উল্টো কাউকে কিছু না বলার জন্য চাপ সৃষ্টি করে। এমনকি কলেজে পড়ালেখা করতে দেবে না বলেও ভয় দেখায়।

অভিযুক্ত অফিস সহকারী মো. নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ উঠেছে তাঁর কোন সত্যতা নেই। কোন একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছে। কি ধরনের ষড়যন্ত্র জানতে চাই তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেনি অভিযুক্ত অফিস সহকারী।

ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী তার প্রতি যৌন হয়রানি ন্যায় বিচার দাবি করেছে। যাতে কোন শিক্ষাঙ্গনে আমার মত কেউ হয়রানির শিকার না হতে হয়।

এই বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ তদন্তে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও নজরুল ইসলামের বিরুদ্ধে কলেজের অন্যান্য ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত