ঢাবি প্রতিনিধি
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সাদা দলের কর্মসূচির বিষয়ে জানতে পেরে একই স্থানে ‘২০১৩,১৪ ও ১৫ সালে বিএনপি-জামাত কর্তৃক জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।
নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং বিএনপি নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে ১০ ডিসেম্বরের বিএনপির মহাসমাবেশে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে মৌন অবস্থান কর্মসূচি করে সাদা দল।
সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘সভা সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক অধিকার। আমরা আশা রাখবো সরকার সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, গণতান্ত্রিক পরিবেশে সবাই যার যার অবস্থান থেকে। কর্মসূচি পালন করতে পারবে।’
অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক যোবায়ের এহসান চৌধুরী, অধ্যাপক শাহ ইমরান, অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালামসহ সাদা দলের প্রায় ৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অপরাজেয় বাংলার সামনে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে নিহত-আহতদের তথ্যচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত।
সৈকত বলেন, ‘প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের বিবেককে নাড়া দিতে আগুন সন্ত্রাসের নামে বিএনপি-জামাতের মানুষ হত্যার আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছি।’
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সাদা দলের কর্মসূচির বিষয়ে জানতে পেরে একই স্থানে ‘২০১৩,১৪ ও ১৫ সালে বিএনপি-জামাত কর্তৃক জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।
নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং বিএনপি নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে ১০ ডিসেম্বরের বিএনপির মহাসমাবেশে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে মৌন অবস্থান কর্মসূচি করে সাদা দল।
সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘সভা সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক অধিকার। আমরা আশা রাখবো সরকার সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, গণতান্ত্রিক পরিবেশে সবাই যার যার অবস্থান থেকে। কর্মসূচি পালন করতে পারবে।’
অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক যোবায়ের এহসান চৌধুরী, অধ্যাপক শাহ ইমরান, অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালামসহ সাদা দলের প্রায় ৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অপরাজেয় বাংলার সামনে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে নিহত-আহতদের তথ্যচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত।
সৈকত বলেন, ‘প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের বিবেককে নাড়া দিতে আগুন সন্ত্রাসের নামে বিএনপি-জামাতের মানুষ হত্যার আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছি।’
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
১৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
২৯ মিনিট আগে