Ajker Patrika

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

আজকের পত্রিকা ডেস্ক­
মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত
মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিও জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্য তারা বলেন, মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য আলাদা আইন ও বিধিমালা প্রণয়নে অংশীজন হিসেবে মেডিকেল ডিভাইস ব্যবসায়ী সমিতির সদস্য, ব্যবহারকারী ডায়াগনস্টিক ও হাসপাতাল মালিক সমিতির সদস্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞজনদের নিয়ে মেডিকেল ডিভাইস এক্সপার্ট কমিটি গঠন করে বিধিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য তারা মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে ওষুধ প্রশাসন অধিদপ্তরে বিশেষজ্ঞজনদের সম্পৃক্ত করে পৃথক ইউনিট গঠন করার দাবি জানান। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজতর করার দাবি পাশাপাশি রেসিপি অনুমোদন, ইনডেন্ট এপ্রুভাল প্রসেস এবং ফ্রি-সেল সার্টিফিকেট দূতাবাসে সত্যায়িত করার প্রক্রিয়া বাতিলের দাবি করেন।

ব্যবসায়ীরা বলেন, ভারতে ক্লাস এ এবং বি’র মেডিকেল ডিভাইসের রেজিস্ট্রেশন ফি মাত্র ১০ মার্কিন ডলার। অথচ দেশে রেজিস্ট্রেশন ফি প্রায় ৬৫ হাজার টাকা। এতে পণ্যের দাম বেড়ে চিকিৎসা ব্যয় বাড়ছে। তারা এ ক্যাটাগরি এক হাজার, বি-ক্যাটাগরি ৫ হাজার, সি-ক্যাটাগরি ১০ হাজার এবং ডি-ক্যাটাগরি ১৫ হাজার টাকা করার দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন—২০২৩’ অনুযায়ী মেডিকেল ডিভাইস, ডায়াগনস্টিক রিঅ্যাজেন্ট আমদানি, সরবরাহ ও বিক্রির ও ডিভাইস নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জনগণের উন্নত চিকিৎসার লক্ষ্যে মেডিকেল ডিভাইস, যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক রিঅ্যাজেন্টের মান নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র আইন ও যুগোপযোগী বিধিমালা প্রণয়ন করার দাবি জানান।

ডায়াগনস্টিক রি-এজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান মূল বক্তব্য তুলে ধরেন। বক্তব্য রাখেন—বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড এমএফআরএস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আতিকুর রহমান, বিএমএ ভবন শপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশেদুল আলম পুলক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ