Ajker Patrika

চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বিখ্যাত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এই চলচ্চিত্র প্রতিভার মৃত্যুর সংবাদে মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ড. হাছান বলেন, ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ এর মতো ঐতিহ্যভিত্তিক চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আজিজুর রহমান অনেক যুগ জয়ী সিনেমা পরিচালনা করেছেন। ‘ছুটির ঘণ্টা’সহ তাঁর অর্ধশতাধিক সিনেমার জীবনধর্মী বক্তব্যের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন। 

আজিজুর রহমান পরিচালিত ৫৪টি সিনেমার মধ্যে ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘সমাধান’ সর্বাধিক উল্লেখযোগ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত