নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কক্সবাজার কোস্টগার্ড। ৫ দিন সাগরে ভেসে থাকার পর গতকাল সোমবার তাঁদের উদ্ধার করা হয়।
মাছ ধরতে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন ১২ জেলে। গত ১৭ মার্চ চট্টগ্রামের বাঁশখালী থেকে রওনা দেন তাঁরা। পরদিন রাতেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় তাঁদের। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। এভাবে ৫ দিন সাগরে কেটে যাওয়ার পর গত ২৩ মার্চ মোবাইল নেটওয়ার্ক সংযোগ পেয়েই ৯৯৯ নম্বরে কল দেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ড।
ট্রলারে থাকা মো. হাসান নামে এক জেলে জরুরি নম্বর ৯৯৯-এ কল দিয়েছিলেন। কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল লিটন মিয়া। তিনি কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। জেলে হাসান ও উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এএসআই লোকমান হোসেন ও এএসআই সিরাজুল ইসলাম।
সাগরে ট্রলারটির সঠিক অবস্থান বলতে না পারায় উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হয়। অবস্থান শনাক্ত করে কক্সবাজার কোস্টগার্ডের উদ্ধারকারী দল উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরের ‘সোনাদিয়ার পেট’ থেকে গতকাল ২৪ মার্চ সকালে ১২ জন জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কক্সবাজার কোস্টগার্ড। ৫ দিন সাগরে ভেসে থাকার পর গতকাল সোমবার তাঁদের উদ্ধার করা হয়।
মাছ ধরতে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন ১২ জেলে। গত ১৭ মার্চ চট্টগ্রামের বাঁশখালী থেকে রওনা দেন তাঁরা। পরদিন রাতেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় তাঁদের। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। এভাবে ৫ দিন সাগরে কেটে যাওয়ার পর গত ২৩ মার্চ মোবাইল নেটওয়ার্ক সংযোগ পেয়েই ৯৯৯ নম্বরে কল দেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ড।
ট্রলারে থাকা মো. হাসান নামে এক জেলে জরুরি নম্বর ৯৯৯-এ কল দিয়েছিলেন। কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল লিটন মিয়া। তিনি কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। জেলে হাসান ও উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এএসআই লোকমান হোসেন ও এএসআই সিরাজুল ইসলাম।
সাগরে ট্রলারটির সঠিক অবস্থান বলতে না পারায় উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হয়। অবস্থান শনাক্ত করে কক্সবাজার কোস্টগার্ডের উদ্ধারকারী দল উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরের ‘সোনাদিয়ার পেট’ থেকে গতকাল ২৪ মার্চ সকালে ১২ জন জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১৩ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৮ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে