Ajker Patrika

ফরিদপুরে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের মামলায় রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

মামলা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার দুবাই প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শাশুড়ি মারা গেছেন দীর্ঘদিন আগে। বাড়িতে তিনি, তাঁর দুই সন্তান ও শ্বশুর থাকতেন। এ সুযোগে শ্বশুর তাকে নানাভাবে কু-প্রস্তাব দিতেন। তিনি রাজি না হওয়ায় গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্বশুর তার ঘরে ঢুকে সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। 

আত্মীয়স্বজনদের কাছে বলেও তিনি বিচার না পেয়ে ২০২২ সালের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষী শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন। 

অ্যাডভোকেট স্বপন পাল বলেন, ‘ভুক্তভোগী স্বামীসহ আত্মীয়-স্বজনের কাছে বিষয়টি জানালে কেউ কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্তানসহ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর তিনি বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। এই রায়ে বাদীসহ আমরা খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত