নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। ঈদের প্রধান জামাতে অংশ নিতে হলে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ রোববার দুপুরে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ জামাতে আগত মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে নিরুৎসাহী করছি। এ ছাড়া প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগায়ে প্রবেশ করতে হবে। কারও সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে।’
কমিশনার বলেন, ‘এবারের ঈদে ঢাকায় ছোটবড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবকটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এ ছাড়া জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিসপোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।’
তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঈদের জামাতে কোনো জঙ্গি হামলার হুমকি আছে কি না—সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘ঈদ জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। শোলাকিয়ায় যা ঘটেছে সেটি একজনের ওপর টার্গেট ছিল। ওই হামলাটি ব্যক্তিকেন্দ্রিক।’
সংবাদ সম্মেলনের আগে কমিশনার গোটা ঈদগাহ এলাকার নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। কথা বলেন সোয়াত, ডগ স্কোয়াডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।
জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। ঈদের প্রধান জামাতে অংশ নিতে হলে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ রোববার দুপুরে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ জামাতে আগত মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে নিরুৎসাহী করছি। এ ছাড়া প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগায়ে প্রবেশ করতে হবে। কারও সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে।’
কমিশনার বলেন, ‘এবারের ঈদে ঢাকায় ছোটবড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবকটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এ ছাড়া জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিসপোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।’
তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঈদের জামাতে কোনো জঙ্গি হামলার হুমকি আছে কি না—সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘ঈদ জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। শোলাকিয়ায় যা ঘটেছে সেটি একজনের ওপর টার্গেট ছিল। ওই হামলাটি ব্যক্তিকেন্দ্রিক।’
সংবাদ সম্মেলনের আগে কমিশনার গোটা ঈদগাহ এলাকার নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। কথা বলেন সোয়াত, ডগ স্কোয়াডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় ওই সালিসের প্রধান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে
২১ মিনিট আগেভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
২৩ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
৩৮ মিনিট আগে