Ajker Patrika

ভোটকেন্দ্র নয়, প্রশাসনই ঝুঁকিপূর্ণ: তৈমুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬: ২৭
ভোটকেন্দ্র নয়, প্রশাসনই ঝুঁকিপূর্ণ: তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রের চেয়ে স্থানীয় প্রশাসনকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৈমুরের দাবি, প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত তাঁর ১৭ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবমুখর ভোটের পরিবেশকে অশান্ত করে তুলেছে বলেও জানিয়েছেন এই মেয়র পদপ্রার্থী।

তৈমুর বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করছে।’ এ সময় তাদের ছেড়ে দেওয়ার দাবিও করেন তৈমুর আলম খন্দকার।

তৈমুর আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। ১৩ নম্বর ওয়ার্ড আমার কেন্দ্র। যেখানকার কাউন্সিলর আমার ছোট ভাই। আর ১২ নম্বর ওয়ার্ড তাদের দলীয় সংসদ সদস্যের এলাকা। নিজদের কেন্দ্রকে নিজেরাই ঝুঁকিপূর্ণ মনে করছে।’

নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়ে তৈমুর বলেন, ‘মরে গেলেও মাঠ ছাড়ব না। নেতাকর্মীরা মাঠে থাকবে। আমরা ঐক্যবদ্ধ আছি। মাঠে থাকব, পালিয়ে যাইনি।’ সংবাদ সম্মেলনে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত