পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের সক্ষমতা বেড়েছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।’
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ। তাই সকলে ভেদাভেদ ভুলে আগামী দিনে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করতে হবে।’ প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এর আগে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট পাকুন্দিয়া পৌর ভবন উদ্বোধন করেন মন্ত্রী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের সক্ষমতা বেড়েছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।’
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ। তাই সকলে ভেদাভেদ ভুলে আগামী দিনে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করতে হবে।’ প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এর আগে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট পাকুন্দিয়া পৌর ভবন উদ্বোধন করেন মন্ত্রী।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে