Ajker Patrika

সেই শিশুকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫: ১৪
সেই শিশুকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগে জন্ম নেওয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডকে এই টাকা দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে শিশুটির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে তিন মাসের সময় চেয়ে গত বৃহস্পতিবার আবেদন করে ট্রাস্টি বোর্ড। 

ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারিয়ে জন্ম নেওয়া শিশুকে ৫ লাখ টাকা দিতে গত ১৯ জুলাই নির্দেশ দেন হাইকোর্ট। সড়ক আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডকে ১৫ দিনের মধ্যে শিশুর অভিভাবকদের কাছে ওই টাকা দিতে বলা হয়। একই সঙ্গে শিশুটির দেখাশোনার জন্য কমিটি করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। এ ছাড়া কমিটিকে তিন মাসের মধ্যে শিশুটির বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়। 

আদালতে ট্রাস্টি বোর্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। 

গত ১৬ জুলাই সড়কে ট্রাকচাপায় মারা যান ওই শিশুর বাবা, মা ও বোন। আর মা মারা যাওয়ার আগমুহূর্তে জন্ম নেয় ওই শিশু। পরে শিশুটির যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে রিট করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত