Ajker Patrika

‘টুন্ডা বাবু’ গ্রেপ্তার, অস্ত্র হাতে শোডাউনের পর গা ঢাকা দিয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুর। ছবি: সংগৃহীত
দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুর। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘কবজিকাটা গ্রুপের’ নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) পাঁচ মাসের ব্যবধানের আবার গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁকে ২৪ ফেব্রুয়ারি র‍্যাব গ্রেপ্তার করলে পরে তিনি জামিনে মুক্তি পান।

র‍্যাবের তথ্যমতে, টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।

র‍্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর পরিচালক মো. খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, টুন্ডা বাবু মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

গ্রেপ্তার মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু। ছবি: সংগৃহীত

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বলেছেন তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে ‘কবজিকাটা’ আনোয়ারের প্রধান সহযোগী। আনোয়ারের নির্দেশেই তিনি এবং তাঁর গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। তাঁরা দিনের বেলায় ছোট ছোট দলে ভাগ হয়ে নির্জন এলাকায় পথচারীদের জিম্মি করে মোবাইল, টাকা, ব্যাগ ছিনিয়ে নিতেন। গভীর রাতে ফ্ল্যাট ও বাসায় ঢুকে ডাকাতি করতেন। গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে লুটপাট করাও ছিল নিয়মিত ঘটনা।

র‍্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্ট এলাকায় বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে দুই হাতে ধারালো অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায়। ওই দৃশ্যের সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তাঁকে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরে জামিনে মুক্ত হয়ে আবার সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়েন তিনি।

র‍্যাব আরও জানায়, সম্প্রতি মোহাম্মদপুরে পৃথক অভিযানে ‘কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার’, ‘চুয়া সেলিম’ গ্রুপের সেলিম আশরাফী এবং মাদক কারবারি ভূঁইয়া সোহেলকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত