নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘কবজিকাটা গ্রুপের’ নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) পাঁচ মাসের ব্যবধানের আবার গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁকে ২৪ ফেব্রুয়ারি র্যাব গ্রেপ্তার করলে পরে তিনি জামিনে মুক্তি পান।
র্যাবের তথ্যমতে, টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।
র্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর পরিচালক মো. খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, টুন্ডা বাবু মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বলেছেন তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে ‘কবজিকাটা’ আনোয়ারের প্রধান সহযোগী। আনোয়ারের নির্দেশেই তিনি এবং তাঁর গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। তাঁরা দিনের বেলায় ছোট ছোট দলে ভাগ হয়ে নির্জন এলাকায় পথচারীদের জিম্মি করে মোবাইল, টাকা, ব্যাগ ছিনিয়ে নিতেন। গভীর রাতে ফ্ল্যাট ও বাসায় ঢুকে ডাকাতি করতেন। গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে লুটপাট করাও ছিল নিয়মিত ঘটনা।
র্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্ট এলাকায় বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে দুই হাতে ধারালো অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায়। ওই দৃশ্যের সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তাঁকে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল র্যাব। পরে জামিনে মুক্ত হয়ে আবার সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়েন তিনি।
র্যাব আরও জানায়, সম্প্রতি মোহাম্মদপুরে পৃথক অভিযানে ‘কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার’, ‘চুয়া সেলিম’ গ্রুপের সেলিম আশরাফী এবং মাদক কারবারি ভূঁইয়া সোহেলকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘কবজিকাটা গ্রুপের’ নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) পাঁচ মাসের ব্যবধানের আবার গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁকে ২৪ ফেব্রুয়ারি র্যাব গ্রেপ্তার করলে পরে তিনি জামিনে মুক্তি পান।
র্যাবের তথ্যমতে, টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।
র্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর পরিচালক মো. খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, টুন্ডা বাবু মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বলেছেন তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে ‘কবজিকাটা’ আনোয়ারের প্রধান সহযোগী। আনোয়ারের নির্দেশেই তিনি এবং তাঁর গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। তাঁরা দিনের বেলায় ছোট ছোট দলে ভাগ হয়ে নির্জন এলাকায় পথচারীদের জিম্মি করে মোবাইল, টাকা, ব্যাগ ছিনিয়ে নিতেন। গভীর রাতে ফ্ল্যাট ও বাসায় ঢুকে ডাকাতি করতেন। গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে লুটপাট করাও ছিল নিয়মিত ঘটনা।
র্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্ট এলাকায় বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে দুই হাতে ধারালো অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায়। ওই দৃশ্যের সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তাঁকে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল র্যাব। পরে জামিনে মুক্ত হয়ে আবার সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়েন তিনি।
র্যাব আরও জানায়, সম্প্রতি মোহাম্মদপুরে পৃথক অভিযানে ‘কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার’, ‘চুয়া সেলিম’ গ্রুপের সেলিম আশরাফী এবং মাদক কারবারি ভূঁইয়া সোহেলকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন (১৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
২২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুবিধা বাস্তবায়নের দাবিতে আবারও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান নিয়ে তাঁরা এই কর্মবিরতি পালন করেন।
২৬ মিনিট আগেলক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শাহীন আক্তার নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেতিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ বি মায়ের দোয়ার আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে