Ajker Patrika

ঢাকা-১১: ঘণ্টা পার, ভোট দেননি একজনও

মারুফ কিবরিয়া, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২: ১৫
ঢাকা-১১: ঘণ্টা পার, ভোট দেননি একজনও

সকাল ৯টা তখন। রাজধানীর গুদারাঘাটসংলগ্ন বাড্ডা হাইস্কুলের ভোটকেন্দ্রের একটি ভোটকক্ষ। এখানে ৫৬০ জন ভোট দেওয়ার কথা। কিন্তু ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা কেটে যাওয়ার পর একজনও ভোট দিতে আসেননি। একই স্থানে আরেকটি বুথে ৫০০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৩ জন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় আজ রোববার সকাল ৮টায়। প্রথম এক ঘণ্টায় ঢাকা-১১ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি খুবই কম। কোথাও তিনজন, কোথাও পাঁচজন। আবার কোথাও কেউ ভোট দেননি। 

প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, শীতের কারণে ভোটাররা কেন্দ্রে আসতে দেরি করছেন। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তাঁরা। 

সকাল সাড়ে ৮টায় উত্তর বাড্ডার শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনো সারি নেই। ২ হাজার ৪৭৪ জন ভোটারের মধ্যে আধ ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ছয়জন। 

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার সে ভাবে দেখা যাচ্ছে না। শীতের কারণে ভোটাররা আসছেন না।’ 

বাড্ডার গুদারাঘাট সংলগ্ন বাড্ডা হাই স্কুল কেন্দ্রের একটি বুথে একজনও ভোট দেননি। এখানে ৫৬০ জন ভোটার। আর পুরো কেন্দ্রে ২০৮১ জন ভোটার। প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘এটা নারীদের ভোটকেন্দ্র। তাই হয়তো দেরি করছেন আসতে। আর নারীরা ঘরের কাজ-কর্ম শেষ করে ভোট দিতে আসেন।’ 

কিছুটা ব্যতিক্রম দেখা গেছে, মধ্যবাড্ডার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। এখানে ২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথ মোট ১২ টি। দুই কেন্দ্রে ভোটার সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি। এক ঘণ্টায় ১২টি বুথে ভোট দেন ৪১ জন। দুই প্রিসাইডিং কর্মকর্তা শওকত মোল্লা ও তাশফিন আদনান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত