Ajker Patrika

নগর বনায়নে ব্যবহার হবে কোরবানির হাটের গোবর: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৬: ৫২
নগর বনায়নে ব্যবহার হবে কোরবানির হাটের গোবর: মেয়র আতিক

নগর বনায়নে কোরবানির হাটের গোবর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, নগরে বনায়নের জন্য হাটের সব গোবর সংরক্ষণ করা হচ্ছে। হাটের গোবর এক জায়গায় সংরক্ষণ করা হবে। এটা নগরের গাছ লাগানোর কার্যক্রমকে আরও বেগবান করবে।

আজ মঙ্গলবার ডিএনসিসি মেয়র রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ বছর ডিএনসিসিতে অস্থায়ী ৯টি পশুর হাট বসেছে। এ ছাড়া গাবতলী পশুর হাট রয়েছে।

এবার ডিএনসিসির পশুর হাট ডিজিটাল করা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এবার কোরবানির পশুর হাটে নতুন কনসেপ্ট দিয়েছি। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট করা হয়েছে। ক্রেতারা গরুর দাম কার্ডে পরিশোধ করেছেন। বিক্রেতারাও ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করছেন। ফলে আর মলম পার্টি, ছিনতাই পার্টির ঝামেলায় পড়তে হবে না।’

পশুর হাটে অনিয়ম হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, ‘আমি ঘুরে ঘুরে দেখব হাটে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। প্রত্যেক হাটে ইজারার শর্ত দেওয়া হয়েছে। তা ভঙ্গ করলে জরিমানা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত