নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ১৩ মে ‘দ্য ডেইলি স্টারে’ প্রকাশিত একটি রম্য রচনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের মানহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটিকে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তাপসের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
৮ জুন রম্য রচনাটি সম্পর্কে ব্যাখ্যা ছেপেছে ডেইলি স্টার। তবে তাপসের আইনজীবী মেজবাহুর রহমান আজ শনিবার সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘নিঃশর্ত ক্ষমা না চাওয়ায় এবং ক্ষতিপূরণ না দেওয়ায় ব্যাখ্যা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।’
আইনজীবী জানান, ডিএসসিসি ও মেয়রকে হেয় করে পত্রিকাটি একটি লেখা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে ৫ জুন কতগুলো প্রতিকার চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়। ৮ জুন নোটিশের একটি জবাব পত্রিকায় প্রকাশ করে। জবাবে লেখাটিকে সমর্থনের চেষ্টা করা হয়েছে এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। নোটিশে লেখার অনলাইন লিংক ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছিল, পত্রিকা কর্তৃপক্ষ তা করেছেন। কিন্তু নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছিল, পত্রিকাটি তা করেনি। এ ছাড়া সাত দিনের মধ্যে মানহানিকর লেখা প্রকাশের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছিল। সেটাও পত্রিকাটি করেনি।
আইনজীবী বলেন, মেয়রের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বা পত্রিকায় বিবৃতি দিয়ে পত্রিকা কর্তৃপক্ষ যদি নিঃশর্ত ক্ষমা চায় এবং মেয়রের দাবি অনুযায়ী যদি ক্ষতিপূরণের অর্থ দিয়ে দেয়, তাহলে হয়তো পরবর্তী ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন হবে না।
অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মেয়রের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে জানিয়ে মেজবাহুর রহমান বলেন, সেই নির্দেশনা অবশ্যই মামলা করার ব্যাপারে।
গত ১৩ মে ‘দ্য ডেইলি স্টারে’ প্রকাশিত একটি রম্য রচনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের মানহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটিকে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তাপসের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
৮ জুন রম্য রচনাটি সম্পর্কে ব্যাখ্যা ছেপেছে ডেইলি স্টার। তবে তাপসের আইনজীবী মেজবাহুর রহমান আজ শনিবার সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘নিঃশর্ত ক্ষমা না চাওয়ায় এবং ক্ষতিপূরণ না দেওয়ায় ব্যাখ্যা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।’
আইনজীবী জানান, ডিএসসিসি ও মেয়রকে হেয় করে পত্রিকাটি একটি লেখা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে ৫ জুন কতগুলো প্রতিকার চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়। ৮ জুন নোটিশের একটি জবাব পত্রিকায় প্রকাশ করে। জবাবে লেখাটিকে সমর্থনের চেষ্টা করা হয়েছে এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। নোটিশে লেখার অনলাইন লিংক ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছিল, পত্রিকা কর্তৃপক্ষ তা করেছেন। কিন্তু নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছিল, পত্রিকাটি তা করেনি। এ ছাড়া সাত দিনের মধ্যে মানহানিকর লেখা প্রকাশের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছিল। সেটাও পত্রিকাটি করেনি।
আইনজীবী বলেন, মেয়রের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বা পত্রিকায় বিবৃতি দিয়ে পত্রিকা কর্তৃপক্ষ যদি নিঃশর্ত ক্ষমা চায় এবং মেয়রের দাবি অনুযায়ী যদি ক্ষতিপূরণের অর্থ দিয়ে দেয়, তাহলে হয়তো পরবর্তী ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন হবে না।
অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মেয়রের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে জানিয়ে মেজবাহুর রহমান বলেন, সেই নির্দেশনা অবশ্যই মামলা করার ব্যাপারে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে