Ajker Patrika

মে দিবসেও বকেয়া টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
মে দিবসেও বকেয়া টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মহান মে দিবসেও গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা মাহমুদ জিনস লিমিটেডের কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ করেন।

এ সময় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।

জানা গেছে, গত বছরের শেষের দিকে নানা জটিলতায় কারখানাটি বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। দফায় দফায় শ্রমিকেরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের হাতাহাতির ঘটনাও ঘটে।

শ্রমিকদের অভিযোগ, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি। কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে। আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরিভাবে অবরোধ করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকেরা শান্ত রয়েছে।’

এদিকে মাহমুদ জিনস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মের মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে, ইনশা আল্লাহ।

বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের ধৈর্য ধারণ এবং কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত