Ajker Patrika

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি পর জামাতার মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২৩: ৫৭
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি পর জামাতার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে লাকড়ি ভর্তি ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নানি-নাতনি পর ওই বৃদ্ধার জামাতা বাবুল মিয়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা।

নিহত মোটরসাইকেল চালক মো. বাবুল মিয়া (৪০) উপজেলার শিরিশগুড়ি গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে এবং নিহত শিশুর বাবা।

নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, ‘গুরুতর আহত বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর রাত ১০টার দিকে মারা যায়।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুকন্যা ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিহত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক চালককে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। 

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা এলাকায় লাকড়ি বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় বাছিরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে তাঁর চার বছরের নাতনিও মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে হাসপাতালে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত