Ajker Patrika

হুমকি দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার রেস্তোরাঁ বন্ধ করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ০০
হুমকি দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার রেস্তোরাঁ বন্ধ করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ভয় দেখিয়ে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘনিষ্ঠ বলে পরিচিত। অপরদিকে খাবারের দোকানের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। 

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের বলেছেন, ‘রেস্তোরাঁ করতে ট্রেড লাইসেন্সসহ যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়, তা না থাকায় ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে নিজেরাই (মালিকপক্ষ) বন্ধ করে তালা লাগিয়েছেন।’ 

জানা গেছে, ২০২৩ সালের ১০ নভেম্বর সদর উপজেলার দিঘি ইউনিয়নে কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে ‘পানসী’ নামে একটি খাবারের দোকান খোলা হয়। এরপর থেকে সব ঠিকঠাক মতো চলছিল। গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল বাশারের মৌখিক অনুরোধে খাবারের দোকানটি পরিদর্শন করেন সংসদ সদস্য জাহিদ আহম্মেদ টুলু। এ সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনসহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন। কিন্তু ২৮ জানুয়ারি দুপুরে সিফাত কোরাইশীসহ তার ৮–১০ জন অনুসারী গিয়ে ওপরের নির্দেশের কথা বলে সেটি বন্ধ রাখতে বলেন। 

মালিক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন তার অনুসারীদের নিয়ে ওপরের নির্দেশনার কথা বলে রেস্তোরাঁটি বন্ধ রাখতে বলেন। তাদের ভয়ে রেস্তোরাঁর দায়িত্বে থাকা মনিরুল হাসান প্রিন্স রেস্তোরাঁটি বন্ধ রাখেন। এরপর বিষয়টি জানার জন্য সুমনের মোবাইল ফোনের একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।’ 

তিনি বলেন, ‘আমার রেস্তোরাঁর ট্রেড লাইসেন্সসহ সব ধরনের কাগজ আপডেট আছে। আমার ধারণা, রেস্তোরাঁয় এমপি টুলু আসছিল বলে তারা বন্ধ করে দিয়েছেন।’ বন্ধ করার সময়ে সুমন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেকের কথা বলেছেন বলে জানান তিনি। ওই সময়ে সুমন হুমকি দিয়ে বলেছেন, এই মুহূর্তে রেস্তোরাঁ বন্ধ না হলে ইউএনও পাঠিয়ে পাঁচ-দশ লাখ টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি। 

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এটি অবান্তর প্রশ্ন? তবে শুনেছি ওই রেস্তোরাঁর কোনো কাগজপত্র নেই। ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে তারা নিজেরাই তাদের রেস্তোরাঁ বন্ধ রেখেছেন।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত