নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সৈয়দ মো. আলমগীরকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা মৎস্য ভবনের গেট বন্ধ করে অবস্থান নেয়। বিকেল ৫টায় প্রতিবেদন লেখার সময়ও তাঁরা অবস্থান করছিলেন।
২০১৫ সালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগ পায়। ওই প্রকল্পের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রকল্পের মেয়াদ শেষে কর্মীদের রাজস্ব খাতে নেওয়ার কথা উল্লেখ ছিল।
প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারীর দায়িত্বে ছিলেন সিরাজুস সালেকিন। তিনি বলেন, ‘প্রকল্পের ডিপিপিতে স্পষ্ট উল্লেখ আছে, প্রকল্পের মেয়াদ শেষে ক্ষেত্র সহকারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। কিন্তু ২০২২ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের চাকরি আর রাজস্ব খাতে নেওয়া হয়নি।’
চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারী দায়িত্ব পালনকারী নজরুল ইসলামও এসেছেন মৎস্য অধিদপ্তরের অবস্থান কর্মসূচিতে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫ সালে প্রকল্পের শুরু থেকে কাজ করছি। যে আশ্বাসে আমরা এত দিন চাকরি করেছি, তা মৎস্য অধিদপ্তর তা বাস্তবায়ন করছে না। অধিদপ্তরের কর্তাদের পরিকল্পনা হচ্ছে, আমরা চলে গেলে নতুন করে নিয়োগ বাণিজ্য করা।’
সরেজমিনে দেখা যায়, মৎস্য অধিদপ্তরের ভবনে কয়েকটি ব্যানার নিয়ে দুই শতাধিক আন্দোলনকারী জড়ো হয়। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের কর্মচারীদের চাকরি রাজস্বকরণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের দৃষ্টি আকর্ষণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।’
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘ফিল্ডে আমাদের জনবলের সংকট রয়েছে। আমাদেরও চাওয়া তাঁরা আসুক। তাঁদের দাবি-দাওয়া ওপরে উপস্থাপন করব। নিয়মতান্ত্রিকভাবে দ্রুত এই সমস্যা নিরসনের চেষ্টা করব।’
রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সৈয়দ মো. আলমগীরকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা মৎস্য ভবনের গেট বন্ধ করে অবস্থান নেয়। বিকেল ৫টায় প্রতিবেদন লেখার সময়ও তাঁরা অবস্থান করছিলেন।
২০১৫ সালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগ পায়। ওই প্রকল্পের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রকল্পের মেয়াদ শেষে কর্মীদের রাজস্ব খাতে নেওয়ার কথা উল্লেখ ছিল।
প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারীর দায়িত্বে ছিলেন সিরাজুস সালেকিন। তিনি বলেন, ‘প্রকল্পের ডিপিপিতে স্পষ্ট উল্লেখ আছে, প্রকল্পের মেয়াদ শেষে ক্ষেত্র সহকারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। কিন্তু ২০২২ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের চাকরি আর রাজস্ব খাতে নেওয়া হয়নি।’
চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারী দায়িত্ব পালনকারী নজরুল ইসলামও এসেছেন মৎস্য অধিদপ্তরের অবস্থান কর্মসূচিতে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫ সালে প্রকল্পের শুরু থেকে কাজ করছি। যে আশ্বাসে আমরা এত দিন চাকরি করেছি, তা মৎস্য অধিদপ্তর তা বাস্তবায়ন করছে না। অধিদপ্তরের কর্তাদের পরিকল্পনা হচ্ছে, আমরা চলে গেলে নতুন করে নিয়োগ বাণিজ্য করা।’
সরেজমিনে দেখা যায়, মৎস্য অধিদপ্তরের ভবনে কয়েকটি ব্যানার নিয়ে দুই শতাধিক আন্দোলনকারী জড়ো হয়। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের কর্মচারীদের চাকরি রাজস্বকরণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের দৃষ্টি আকর্ষণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।’
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘ফিল্ডে আমাদের জনবলের সংকট রয়েছে। আমাদেরও চাওয়া তাঁরা আসুক। তাঁদের দাবি-দাওয়া ওপরে উপস্থাপন করব। নিয়মতান্ত্রিকভাবে দ্রুত এই সমস্যা নিরসনের চেষ্টা করব।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৩ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৯ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১২ মিনিট আগে