Ajker Patrika

সবুজবাগে নাভানা টাওয়ার থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৫
সবুজবাগে নাভানা টাওয়ার থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবোর ৯ তলা 'নাভানা টাওয়ারের' ছাদ থেকে পড়ে শওকত হোসেন ফকির (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শওকত বেসিক ব্যাংকের ফকিরাপুল শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

তৌফিক হোসেন নামের এক পথচারী জানান, নাভানা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় শওকত হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। তখন তিনি নিজেই আহত শওকত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের বড় বোন সুলতানা মাহমুদা বেগম। মাহমুদা বলেন, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বড় বোন মোরশেদা সুলতানার সঙ্গে মধ্য বাসাবোর খেলার মাঠসংলগ্ন নাভানা টাওয়ারের পঞ্চম তলায় স্ত্রী আয়শা আক্তারকে নিয়ে থাকতেন শওকত হোসেন। তাঁর স্ত্রী আয়শা ৯ মাসের অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেন মাহমুদা। 

সুলতানা মাহমুদা আরও বলেন, সকালে মোবাইলে খবর পান, শওকত ভবন থেকে পড়ে গেছেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে শওকতের মৃতদেহ দেখতে পান। কেন বা কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে ভবন থেকে লাফিয়ে পড়তে বা অসচেতনতার কারণে পড়ে যেতে পারেন বলে ধারণা তাঁদের। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত