নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
আগামী রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনজন প্রার্থীর তথ্য না পাওয়ায় ১৮৬ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করেছে সুজন।
সুজন বলছে, নারায়ণগঞ্জে এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি। তবে নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি। প্রার্থীরা সম্পদের যে তথ্য দিয়েছেন, তা প্রকৃত চিত্র নয়। ১২ শতাংশ প্রার্থীর আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রার্থীরা তাঁদের হলফনামায় যেসব তথ্য দিয়েছেন, সেগুলো বিস্তারিত নয় বলে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন। তিনি বলেন, ‘হলফনামার যে ছক, তা সঠিক নয়। এতে পরিবর্তন আনতে হবে। হলফনামাগুলো অত্যন্ত দুর্বল। অনেক প্রার্থীই অনেক তথ্য দেননি। এতে মনোনয়ন বাতিল হওয়ার কথা।’
বদিউল আলম বলেন, ‘অনেকে করের প্রত্যয়নপত্র দিয়েও পার পেয়ে গেছেন। কিন্তু এটাও গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন হয় এদিকে নজরই দিচ্ছে না, কিংবা দায়সারা গোছের কাজ করছে। মানুষকে তথ্য জানানো তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করলেও তা শাস্তিযোগ্য অপরাধ নয় বলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ‘বোধগম্য নয়’ বলে মত দেন বদিউল আলম মজুমদার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
আগামী রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনজন প্রার্থীর তথ্য না পাওয়ায় ১৮৬ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করেছে সুজন।
সুজন বলছে, নারায়ণগঞ্জে এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি। তবে নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি। প্রার্থীরা সম্পদের যে তথ্য দিয়েছেন, তা প্রকৃত চিত্র নয়। ১২ শতাংশ প্রার্থীর আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রার্থীরা তাঁদের হলফনামায় যেসব তথ্য দিয়েছেন, সেগুলো বিস্তারিত নয় বলে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন। তিনি বলেন, ‘হলফনামার যে ছক, তা সঠিক নয়। এতে পরিবর্তন আনতে হবে। হলফনামাগুলো অত্যন্ত দুর্বল। অনেক প্রার্থীই অনেক তথ্য দেননি। এতে মনোনয়ন বাতিল হওয়ার কথা।’
বদিউল আলম বলেন, ‘অনেকে করের প্রত্যয়নপত্র দিয়েও পার পেয়ে গেছেন। কিন্তু এটাও গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন হয় এদিকে নজরই দিচ্ছে না, কিংবা দায়সারা গোছের কাজ করছে। মানুষকে তথ্য জানানো তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করলেও তা শাস্তিযোগ্য অপরাধ নয় বলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ‘বোধগম্য নয়’ বলে মত দেন বদিউল আলম মজুমদার।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৬ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে