Ajker Patrika

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর, তাঁর স্ত্রী ও কন্যার বিরুদ্ধে একটি নন সাবমিশন মামলা করেছিল দুদক।

সাবেক এই ডেপুটি গভর্নরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে এস কে সুর চৌধুরী ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৫৫ হাজার ইউরো এবং ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে অর্জন করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়, এসকে সুর নিজের ছদ্মাবরণে তাঁর স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে অবৈধ সম্পদের প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা গোপন করেছেন।

এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, স্বামীর ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সহযোগিতায় ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ও তা ভোগদখলে রেখেছেন।

এছাড়া নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি পিতার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্নীতির আশ্রয় নিয়ে ব্যাংক হিসাবে ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৭ টাকার অবৈধ লেনদেন করেছেন। এই মামলায় এস কে সুরকেও আসামি করা হয়েছে।

পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর নাম আসায় ২০২১ সালের জুলাইয়ে এস কে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় এনবিআর। সে বছর ১৫ মার্চ হাইকোর্ট এক আদেশে এস কে সুর চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না জানতে চান। ২০২২ সালে সুরের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

২০২৪ সালের আগস্টে এস কে সুর ও তাঁর পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।

গত ১৯ জানুয়ারি দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক টিম। সে সময় তাঁরা বাসা থেকে সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে তাঁর তিনটি ফ্ল্যাটের সন্ধান ও বিপুলসংখ্যক ব্যাংক হিসাবের চেক পাওয়া যায়।

এর আগে গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত