Ajker Patrika

গুলিস্তানে প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২১: ২০
গুলিস্তানে প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদী গানের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

উদীচীসহ ৩১টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে এ প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক যাওয়ার কথা ছিল। পুলিশি বাধায় আগাতে না পেরে জিরো পয়েন্টেই অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা রাস্তায় বসে প্রতিবাদ জানান। পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

প্রতিবাদী গানের মিছিলের আয়োজকেরা বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার ও হামলা-মামলা ইত্যাদির প্রতিবাদেই এমন আয়োজন করা হয়েছে।

জিরো পয়েন্টেই প্রতিবাদী গানের মিছিল আটকে দেয় পুলিশ। ছবি: ফোকাস বাংলাউদীচীর সহসভাপতি জামশেদ আহমেদ তপন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল নিয়ে বাহাদুর শাহ পার্কের দিকে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে সেটি সম্ভব হয়নি। সে জন্য আমরা সড়কেই অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। আমরা থেমে থাকব না। আগামী শুক্রবার বিকেল ৩টায় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার অভিমুখে শোক মিছিল করা হবে।’

উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, সারা দেশে ছাত্রদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে। সরকার নানাভাবে তাঁদের দমনের চেষ্টা করছে। সরকারকে বলতে চাই, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। না হলে জনগণ টেনেহিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামাবে।

পুলিশি বাধায় আগাতে না পেরে রাস্তায় বসে প্রতিবাদ জানানো হয়। ছবি: ফোকাস বাংলা 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল কাপড়ে মুখ ও চোখে বেঁধে ছবি তুলে, অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল সোমবার এক বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন নির্মম উপহাস করা হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আগামীকাল (আজ মঙ্গলবার) লাল কাপড় মুখ ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা কর্মসূচি সফলে সহযোগিতা করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত